ধলেশ্বরীতে পানিতে ডুবে বাবা-মেয়ে নিখোঁজ
- সোহরাব হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ)
- ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৪
মানিকগঞ্জের সিংগাইরে মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে পানিতে ডুবে বাবা-মেয়ে দুইজনই নিখোঁজ হয়েছেন।
বুধবার সকাল ৭টার দিকে ধলেশ্বরী নদীর উপজেলার বায়রা খেয়াঘাটে এ ঘটনা ঘটে।
নিখোঁজ বাবা ব্যবসায়ী মো: মহিদুর রহমান (৫৫) ও মেয়ে রাফসা (১২) পাশের সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।
সিংগাইর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো: ইসতিয়াক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্রে জানা গেছে, ব্যবসায়ী মহিদুর রহমান তার ১২ বছরের মেয়েকে সাঁতার শেখাতে বাড়ির পাশে ধলেশ্বরী নদীতে যান। এ সময় পেটে দু’টি বোতল বেঁধে মেয়েকে তিনি নদীতে ছেড়ে দেন। কিছু সময় পর বোতলের মুখ খুলে পানি ঢুকলে তলিয়ে যায় রাফসা। অতঃপর মেয়েকে উদ্ধার করতে গিয়ে বাবা মহিদুরও নিখোঁজ হন। খবর পেয়ে সকাল ১০টা থেকে সিংগাইর ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ১০ জন এবং ডুবুরি দলের পাঁচ সদস্য তাদের উদ্ধারে কাজ করছেন।
আরিচাস্থল কাম নদী ফায়ার স্টেশনের ডুবুরি দলের লিডার দেওয়ান মো: জাহিদুর রহমান জানান, উদ্ধার কাজ চলমান রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের সন্ধান মেলেনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা