২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

মুন্সিগঞ্জে আসামির জামিনের প্রতিবাদে ‘মার্চ টু জজ কোর্ট’ কর্মসূচি

মুন্সিগঞ্জে আসামির জামিনের প্রতিবাদে ‘মার্চ টু জজ কোর্ট’ কর্মসূচি - ছবি : নয়া দিগন্ত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় পৃথক হত্যা মামলার দুই আসামির রিমান্ড নামঞ্জুর করে জামিন আদেশের প্রতিবাদে মুন্সিগঞ্জে ‘মার্চ টু জজ কোর্ট’ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শহরের সুপারমার্কেট থেকে শুরু হয় এ কর্মসূচি।

এতে বিভিন্ন প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী ও নাগরিক অংশ নেন। এ সময় জামিনের প্রতিবাদ জানিয়ে নানা স্লোগান দিতে শোনা যায় বিক্ষুব্ধ আন্দোলনকারীদের। পরে আন্দোলনকারীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে ঘণ্টাব্যাপী অবস্থান নেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ‘ওই দুই আসামির বিষয়ে প্রাথমিক স্বাক্ষী-প্রমাণ থাকায় আদালতের কাছে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। কিন্তু নজিরবিহীনভাবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান রিমান্ড আবেদন নামঞ্জুর করে জামিনের আদেশ দেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। এত দ্রুত হত্যা মামলার আসামির যদি জামিন হয়ে যায় তাহলে ফ্যাসিবাদের দোসররা পুনর্গঠিত হয়ে আবারো ছাত্র-জনতার ওপর নির্যাতন-হামলা চালাবে।’

উল্লেখ্য, গত ৪ আগস্ট মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেটে নিহত শহরের উত্তর ইসলামপুর এলাকার সজল মোল্লা ও নুর মোহাম্মদ ডিপজল হত্যা মামলার আসামি মাহমুদুল হাসান রাহিম ও জাহাঙ্গীর আলমকে গ্রেফতারের পর গত সোমবার আদালতে প্রেরণ করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আবেদন নামঞ্জুর করে আসামিদের জামিনের আদেশ দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান। এতে বিক্ষুব্ধ হয়ে উঠেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ঘোষণা দেয়া হয় ‘মার্চ টু জজ কোর্ট কর্মসূচির’।


আরো সংবাদ



premium cement
ভারতের গুজরাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ কুষ্টিয়াতে ট্রাক-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষ : নিহত ১, আহত ৮ সড়ক দুর্ঘটনায় ইবি শিক্ষার্থীর হাসপাতালে মৃত্যু সাবেক ভূমিমন্ত্রীর সম্পত্তি বাজেয়াপ্ত করে বাংলাদেশে ফেরত পাঠাতে ব্রিটিশ এমপির চিঠি নবীজির শানে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ সেনা কর্মকর্তা তানজিম হত্যা : আটক সরাসরি সম্পৃক্ত ৬ কুষ্টিয়া খোকসায় ইউপি চেয়ারম্যানের হাত-পা ভেঙে দিলো দুর্বৃত্তরা বাংলাদেশের সাথে গঠনমূলক সম্পর্ক অব্যাহত থাকবে : ভারতের পররাষ্ট্রমন্ত্রী ‘ছাত্রশিবির কিছু কৌশল অবলম্বন করেছে’ ধলেশ্বরীতে পানিতে ডুবে বাবা-মেয়ে নিখোঁজ বাইডেন-ইউনূস বৈঠক থেকে যে বার্তা পেল বাংলাদেশ

সকল