১৭ জানুয়ারি ২০২৫, ০৩ মাঘ ১৪৩১, ১৬ রজব ১৪৪৬
`

মুন্সীগঞ্জে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, যুবক নিহত

মুন্সীগঞ্জে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, যুবক নিহত - প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইছামতি শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবিতে এমরান হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোরে সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত এমরান শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের ফারজান মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ভোরে এমরান তার ভগ্নিপতি মিঠু মিয়াকে নিয়ে নদীতে মাছ ধরতে ছিল। ঢাকাগামী একটি খালি বাল্কহেডের ধাক্কায় মাছ ধরার নৌকাটি ডুবে যায়। মিঠু সাঁতরিয়ে কুলে উঠতে পারলেও এমরান নিখোঁজ থাকে। দুর্ঘটনার ১০ ঘন্টা পর ভাসমান অবস্থায় এমরানের লাশ উদ্ধার করা হয়।

শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: নাফিজ শেখ এ তথ্য নিশ্চিত করেন।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement

সকল