১৭ জানুয়ারি ২০২৫, ০৩ মাঘ ১৪৩১, ১৬ রজব ১৪৪৬
`

শ্রীপুরে আরো ৩ শহীদ পরিবারকে জামায়াতের অর্থ সহায়তা

শ্রীপুরে আরো ৩ শহীদ পরিবারকে জামায়াতের অর্থ সহায়তা - ছবি : নয়া দিগন্ত

গাজীপুরের শ্রীপুরে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে তিন শহিদ পরিবারকে দুই লাখ টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে শ্রীপুর উপজেলা জামায়াতের অফিসে এ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা আইন ও বিচার বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট রাজি বিল্লাহর সঞ্চালনায়, উপজেলা আমির নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাজীপুর জেলা আমির ড. মো: জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি জেলা নায়েবে আমির মো: আব্দুল হাকিম, জেলা সেক্রেটারি মো: সফিউদ্দিন উপস্থিত থেকে এ অর্থ প্রদান করেন।

এর আগে ২৫ আগস্ট বিকেলে আটজনকে অর্থ সহায়তা দেয়া হয়েছিল। অতঃপর সম্প্রতি তিনজনের তালিকা পাওয়ার পর তাদেরকে ছয় লাখ টাকা দেয়া হয়। এ পর্যন্ত জামায়াতে ইসলামী শুধু শ্রীপুর উপজেলায় শহিদদের পরিবারের মধ্যে ২২ লাখ টাকা দিয়েছেন। ওই সব পরিবার অর্থ সহায়তা পেয়ে জামায়াতে ইসলামীর প্রতি সন্তোষ প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ভাইদের রক্তের বিনিময়ে এ জালিম সরকারের প্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। ছাত্র ও জনতার ত্যাগের কারণে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছে। এ স্বাধীনতা যাতে অক্ষুণ্ণ রাখা যায় সেজন্য সবাইকে সোচ্চার থাকতে হবে।

এ ছাড়া অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্রীপুর পৌর আমির মাওলানা মো: জাহাঙ্গীর কবির, উপজেলা সেক্রেটারি ডা. জসীমউদ্দিন, তেলিহাটি ইউনিয়ন সভাপতি জুবায়ের সরকার ও শ্রীপুর পৌর ১ নম্বর ওয়ার্ড সভাপতি মো: আবুল কালাম আজাদ প্রমুখ।


আরো সংবাদ



premium cement

সকল