২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

টঙ্গীতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

- ছবি - ইন্টারনেট

বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরীর টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা।

আজ সোমবার সকাল সাড়ে ৯টায় টঙ্গীর খাঁ পাড়া এলাকায় সিজন্স ড্রেসেস লিমিটেডের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

এর ফলে প্রায় দেড় ঘণ্টা ধরে সড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ হয়ে আছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষজন।

জানা যায়, গাজীপুর মহানগরীর টঙ্গীর পশ্চিম থানাধীন খাঁ পাড়া এলাকায় অবস্থিত সিজন্স ড্রেসেস লিমিটেড নামক পোশাক কারখানার শ্রমিকরা সকাল ৭টায় কারখানার সামনে গিয়ে বিক্ষোভ শুরু করে। পরে শ্রমিকরা সকাল সাড়ে ৯টার দিকে জুলাই ও আগস্ট মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, শ্রমিকদের সাথে মালিকপক্ষের যোগাযোগের চেষ্টা চলছে।

এর আগে গতকাল রোববার সিজন্স ড্রেসেস লিমিটেড, প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও মণ্ডল গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করে।

টঙ্গীর সাতাইশ বাগানবাড়ি এলাকায় অবস্থিত প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেড কারখানার প্রায় পাঁচ শতাধিক শ্রমিক তাদের আগস্ট মাসের বেতনের দাবিতে কর্মবিরতি পালন করছেন। এছাড়াও টঙ্গীর চেরাগআলী স্কুইব রোড এলাকায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শ্রমিকরা বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করেন।

এ ছাড়া হাজিরা বোনাসের দাবিতে বাঘের বাজার এলাকায় মণ্ডল গার্মেন্টস লিমিটেডের পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে চান্দনা চৌরাস্তা থেকে মাওনা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়।


আরো সংবাদ



premium cement
সাংবাদিক তুরাব হত্যা মামলায় ওসি মঈন গ্রেফতার নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে বাস, আহত ১৫ দেশের উন্নয়ন কাজ বন্ধ হয়নি, হবেও না : উপদেষ্টা সাখাওয়াত আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ এড়ালো দক্ষিণ আফ্রিকা ট্রাইব্যুনালে প্রথমবারের মতো হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ ‘উপহার নয়, ভারতে ইলিশ রফতানি করা হবে’ সাভারে চাঞ্চল্যকর বাবা-ছেলে হত্যাকাণ্ডে মূলহোতাসহ গ্রেফতার ২ লালশাক-সবজিতে মাত্রারিক্ত রাসায়নিক, ফলে কীটনাশক ইসলাম রাশিয়ার ঐতিহাসিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ : রুশ প্রধানমন্ত্রী শিক্ষার্থীরা সপ্তাহে ৭ দিনই বাসে হাফ ভাড়া দিতে পারবে লালমনিরহাটে শহীদ পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা

সকল