১৭ জানুয়ারি ২০২৫, ০৩ মাঘ ১৪৩১, ১৬ রজব ১৪৪৬
`

ইসলামিক আলোচনা শুনলে আ’লীগের গায়ে জ্বালা উঠত

গাজীপুর বারে এই প্রথম সীরাতুন্নবী সা: উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
গাজীপুর বারে এই প্রথম সীরাতুন্নবী সা: উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত - ছবি : নয়া দিগন্ত

ইসলামিক আলোচনা শুনলে আ’লীগের গায়ে জ্বালা উঠত বলে মন্তব্য করে বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, আমরা মুসলমানরা এখন কেউ সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, সেকুলারিজমসহ মানুষের তৈরি নানা মতবাদের দিকে তাকিয়ে থাকি। কিন্তু মহান আল্লাহ আমাদের জন্য সর্বোত্তম জীবন ব্যবস্থাপনা দিয়েছেন রাসূল সা:-এর জীবনের মধ্যে ও কোরআনুল কারিমের মধ্যে।

রোববার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিল গাজীপুর জেলা শাখার উদ্যোগে সীরাতুন্নবী সা: উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই দুইটাকে যদি আমরা আঁকরে ধরতে পারি আল্লাহ সোবহানাহু তায়ালা আমাদের সেই বিজয় দান করবেন যে বিজয় আল্লাহ তাঁর রাসূল সা: ও তার সাহাবীদের দিয়েছিলেন।

রোববার বিকেলে আইনজীবী সমিতির হলরুমে কাউন্সিলের গাজীপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ শামসুল হক ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমির মো: খায়রুল হাসান, অ্যাডভোকেট আশরাফুল হক, গাজীপুর বারের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম, বারের সাবেক সভাপতি ড. সহিদউজ্জামান, গাজীপুর মহানগর জামায়াতের আইনজীবী শাখার আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: শাহীন মিয়া।

অনুষ্ঠানে গাজীপুর বারের সাবেক সভাপতি ড. সহিদউজ্জামান বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে আমরা আইনজীবী সমিতিতে ইসলামী কোনো আলোচনা করতে পারি নাই। এখানে নবীর সা: জীবনী নিয়ে এই প্রথম আলোচনা হলো। ইসলামী আলোচনার কথা শুনলে আওয়ামী লীগ নেতাদের গায়ে জ্বালা উঠতো। বিগত ১৬ বছর এখানে ইসলামি আলোচনা বন্ধ করে পূজার সুযোগ করে দেয়া হয়েছে। দেশের ৯৭ ভাগ মুসলমানের অনুভুতিকে কোনো গুরুত্ব দেয়া হয়নি।


আরো সংবাদ



premium cement

সকল