১৭ জানুয়ারি ২০২৫, ০৩ মাঘ ১৪৩১, ১৬ রজব ১৪৪৬
`

শ্রীপুরে ঝুটের গোডাউনে আগুন

শ্রীপুরে ঝুটের গোডাউনে আগুন - ছবি : নয়া দিগন্ত

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটিতে একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের আদিব গার্মেন্টস-সংলগ্ন কামরুলের ঝুটের গোডাউনে এ অগ্নিকাণ্ড হয়।

স্থানীয়রা জানান, মুলাইদ রঙ্গিলা বাজার এলাকায় কামরুলের ঝুটের গোডাউনে হঠাৎ করে দুপুরে আগুনের স্ফুলিঙ্গ এবং ধোয়া উড়তে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।

ঝুট গোডাউনের মালিক কামরুল ইসলাম বলেন, দুপুরে হঠাৎ গোডাউনে আগুন লাগার খবর পাই। প্রথমে স্থানীয়রা আগুন নিবানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতক্ষণে আমার সব পুড়ে ছাই হয়ে গেছে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক বেলাল হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা করে বিকেল চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


আরো সংবাদ



premium cement

সকল