১৭ জানুয়ারি ২০২৫, ০৩ মাঘ ১৪৩১, ১৬ রজব ১৪৪৬
`

আশুলিয়ায় শহীদ ও আহতদের পরিবারের সাথে জামায়াতের মতবিনিময়

আশুলিয়ায় শহীদ ও আহতদের পরিবারের সাথে জামায়াতের মতবিনিময় - ছবি : নয়া দিগন্ত

আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে আশুলিয়া থানা জামায়াতের আয়োজনে এ মতবিনিময় সভা করা হয়।

এ সময় আশুলিয়া থানা আমির অধ্যক্ষ বশির আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মো: ইজ্জত উল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা উত্তরের আমির অধ্যক্ষ মাওলানা আফজাল হোসাইন।

এ সময় অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলা উত্তরের সেক্রেটারি মাওলানা শাহাদাৎ হোসেন, রাজনৈতিক সেক্রেটারি ও সাভার পৌরসভার নির্বাচিত সাবেক কমিশনার হাসান মাহমুব মাস্টার, জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা জেলা উত্তরের সেক্রেটারি আবু সুফিয়ান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা জেলা উত্তরের সভাপতি হারুনুর রশিদ, সাভার পৌর আমির আজিজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।


আরো সংবাদ



premium cement

সকল