ফরিদপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলের ২ কলেজছাত্র নিহত
- ফরিদপুর প্রতিনিধি
- ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৩:১১
ফরিদপুরের নগরকান্দায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলের দুই কলেজছাত্র নিহত হয়েছেন।
রোববার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের নড়াইল মুখী নগরকান্দা উপজেলার কান্দি নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নড়াইলের কালিয়া উপজেলার ফুলদার গ্রামের রবিউল শেখের ছেলে তিতাস শেখ (১৮) এবং উপজেলার বজুমামপুর গ্রামের সাবু মোল্লার ছেলে উৎস মোল্লা (১৭)। তারা নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
কুয়াকাটা সমুদ্র সৈকতে ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা হয় বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) এম এ নোমান বলেন, তারা দুই বন্ধু কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমণ শেষে করে বাড়ি ফিরছিলেন। পথে নগরকান্দার কান্দি এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।
লাশ পরিবারের কাছে হস্তান্তর ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা