২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

কটিয়াদীতে ভিমরুলের আক্রমণে আহত ২০

- ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের কটিয়াদীতে বিভিন্ন এলাকায় ভিমরুলের আক্রমণে ২০ জন আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন বনগ্রাম ইউনিয়নের নাগের গ্রামের হাবিবুর রহমান (৭০), শাহাবুদ্দিন (৫৭), রুবেল (২২) পৌর এলাকার বেথইর গ্রামের রাফি (২০), কামারকোনা গ্রামের শাম্মী (৪), দড়ি চরিয়াকোনা গ্রামের হোসাইন (৫) লোহাজুরী ইউনিয়নের রোমা আক্তার (৩৫), স্বর্না আক্তার (১৮), পান্না আক্তার (২২), রুনা (২৫) ও পার্শ্ববর্তী মনোহরদী উপজেলার চরমান্দিালিয়া গ্রামের দিলরুবা (৩৭)।

জানা গেছে, বিকেল ৩টার দিকে দমকা হাওয়ায় একটি ভিমরুলের বাসা ভেঙে যায়।

আহত শাহাবুদ্দিন জানান, ‘জমিতে কাজ করে বাড়ি ফেরার সময় ভিমরুলের আক্রমণের শিকার হই। প্রচণ্ড ব্যথা শুরু হলে চিকিৎসা নিতে হাসপাতালে আসি।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক খাদেমুল ইসলাম জানান, ‘ভিমরুলের আক্রমণে আহত হয়ে অনেক রোগী চিকিৎসা নিতে আসেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আশা করি দ্রুত সুস্থ্য হয়ে উঠবেন।’


আরো সংবাদ



premium cement