শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে স্কুলশিক্ষার্থীর মৃত্যু
- শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা
- ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০৯
গাজীপুরের শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে ফাহিম (১২) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের যোগীরছিট গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফাহিম ওই এলাকার ইয়াসিন মিয়ার ছেলে। সে স্থানীয় যুগীরছিট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহত ফাহিমের বাবা ইয়াসিন মিয়া জানান, ফাহিম সকালের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়। পরে সহপাঠীদের নিয়ে পার্শ্ববর্তী কালামিয়ার পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে তার সাথে থাকা সহপাঠীরা বাড়িতে খবর দিলে স্থানীয়দের সহযোগিতায় দুপুর ১২টার দিকে ফাহিমের লাশ উদ্ধার করা হয়।
শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক সুজন কুমার পন্ডিত বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।