২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

জেল থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আশুলিয়ায় গ্রেফতার

জেল থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আশুলিয়ায় গ্রেফতার - ছবি : নয়া দিগন্ত

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে গাজীপুরের টঙ্গীর চাঞ্চল্যকর ও বহুল আলোচিত হোসেন (১৪) হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো: আমির হোসেনকে (৩০) আশুলিয়া থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৪ সিপিসি-২ নবীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান।

এর আগে শুক্রবার রাতে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে র‍্যাব-৪ ও র‍্যাব-১০ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আমির হোসেন চাঁদপুরের মতলব উত্তর থানাধীন দক্ষিণ মান্দারতলী এলাকার তাজুল ইসলামের ছেলে।

র‍্যাব জানায়, গাজীপুরের টঙ্গী থানার চাঞ্চল্যকর ও বহুল আলোচিত হোসেন হত্যা মামলায় কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি (বন্দি নম্বর ১০১৯) মো: আমির হোসেন ঢাকার আশুলিয়া থানাধীন জামগড়া এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এবং র‌্যাব-১০-এর যৌথভাবে শুক্রবার রাতে অভিযান চালায়। অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব আরো জানায়, গ্রেফতার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে আমির হোসেন অপহরণ ও হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৬ আগস্ট জেল থেকে পলায়ন করেন।

জিজ্ঞাসাবাদে তিনি জানান, ভিকটিম হোসেনের সাথে দীর্ঘদিন ধরে লেনদেনের বিষয়ে তার বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে আমির হোসেন তার বন্ধু নুর আলম, রিপন এবং সহযোগীদের নিয়ে হোসেনের উপর প্রতিশোধ নেয়ার জন্য সুযোগ খুঁজতে থাকে। বিগত ২০১০ সালের ৫ জুন দুপুর ১টা ২০ মিনিটের দিকে হোসেনের বাড়ির পাশের চা দোকান থেকে পাগার এলাকায় নিয়ে গিয়ে অপহরণপূর্বক মুক্তিপণ দাবি করে। পরে মুক্তিপণ না পেয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে। ওই ঘটনায় টঙ্গী থানায় নিহতের বাবা একটি অপহরণ ও হত্যা মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামিকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন।

গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।


আরো সংবাদ



premium cement
মোরেলগঞ্জে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার জৈন্তাপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু চৌগাছায় জামায়াতের ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত বগুড়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় কলেজশিক্ষক নিহত ইবিতে ভিসি নিয়োগের দাবিতে আবারো অবরোধ ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হলে ধ্বংস করা যাবে না : মাওলানা আবু তাহের ফিরেছেন জাকির-সাদমান, হাল ধরেছেন শান্ত মাত্র ১৫০ টাকা গেস্টহাউসের ভাড়া, সেটাও পরিশোধ করতেন না কর্মকর্তারা ছাত্র আন্দোলন : সেনাবাহিনীর তত্ত্বাবধানে চিকিৎসা পেয়েছেন ১৮০৯ জন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

সকল