আগামী সংসদ নির্বাচনে জামায়াত ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে : অধ্যাপক মুজিবুর রহমান
- সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
- ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৫:০৪
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনেই জামায়াতে ইসলামী প্রার্থী দেয়ার প্রস্তুতি নিয়েছে এবং ইসলামী দলগুলোর সাথে জোট করার পরিকল্পনা রয়েছে।’
শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা জামায়েতের আয়োজনে অনুষ্ঠিত রোকন সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির মমিনুল হক সরকারের সভাপতিত্বে ও সেক্রেটারি মো: জাকির হোসেনের সঞ্চালনায় জেলার সকল উপজেলার সভাপতি ও সেক্রেটারিসহ প্রায় ৮ শতাধিক রোকনের উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
তিনি দেশের যে সকল জায়গায় দুর্নীতিবাজ রয়েছে তাদের সরিয়ে ভাল ও যোগ্য ব্যক্তিদের বসানোর জন্য অর্ন্তবর্তী সরকারের কাছে আহ্বান জানান।
রোকন সম্মেলনে কেন্দ্রীয় শূরা পরিষদের সদস্য ও ঢাকা অঞ্চলের পরিচালক সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় শূরা পরিষদের সদস্য ও ইসলামি অ্যাডুকেশন সোসাইটির পরিচালক ড. ইকবাল হোসাইন ভূইয়া, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সভাপতি মাওলানা আ: জব্বার, সাবেক জেলা আমির মইনউদ্দিন আহম্মেদ, জেলা কর্ম পরিষদের সদস্য অধ্যাপক ইলিয়াস মোল্লা, মাওলানা মজিবুর রহমান নিয়াজী, ইঞ্জিনিয়ার আব্দুল বাকী, অধ্যাপক মোহাম্মদ আলী খান, মো: আব্দুল্লাহ, আবু সাইদ মুন্না, জেলা শিবিরের সভাপতি আবু সুফিয়ান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আ: মান্নানসহ জামায়াত ইসলাম ও শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা