১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১, ৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কেরানীগঞ্জে জাল টাকা তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ২

গ্রেফতার দুইজন - ছবি : বাসস

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় র‌্যাব-১০-এর লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল বৃহস্পতিবার ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সুভাঢ্যা এলাকা থেকে জাল টাকা প্রস্তুতকারী দুইজনকে গ্রেফতার করেছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে র‌্যাব-১০-এর অধিনায়কের পক্ষ থেকে এ তথ্য জানান সহকারী পুলিশ সুপার এম জে সোহেল।

তিনি জানান, গ্রেফতাররা হলো- মো: গিয়াস উদ্দিন (২৭), বাবা মরহুম মোজাম শেখ, সাং- পূর্ব ডুমরিতলা, থানা ও জেলা- পিরোজপুর এবং রেদোয়ান শেখ মুমিন (১৯), বাবা মরহুম কাঞ্চন আলী শেখ, সাং- নরখালী, থানা ও জেলা-পিরোজপুর, উভয়ের বর্তমান ঠিকানা সাং- মুসলিম নগর, চুনকুটিয়া, থানা-দক্ষিণ কেরানীগঞ্জ জেলা-ঢাকা বলে জানা যায়। এ সময় তাদের কাছ থেকে ১০০ টাকার ২ লাখ ৮০ হাজার টাকা ও ৫০ টাকার জাল নোট ৩ লাখ ১০ হাজার টাকা, একটি ল্যাপটপ, একটি প্রিন্টার, একটি কি-বোর্ড, একটি মাউস, চারটি ক্যাবল, একটি রাউটার, একটি হেয়ার ড্রায়ার, একটি পাম্প অ্যান্ড স্প্রে, একটি ফয়েল রোল, আট বোতল বিভিন্ন রঙের কালি, একটি স্টিলের স্কেল, দু’টি কার্টার, তিনটি কার্টিং ফ্রেম, ১০০ পাতা কাগজ, নগদ ২ হাজার টাকা, পাকিস্তানি ৫০ রুপি ও তিনটি মোবাইল ফোন উদ্ধার এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ জাল টাকা প্রস্তুত ও সরবরাহকারী চক্র। তারা উচ্চভিলাষী অভিপ্রায় ও কম সময়ে অল্প পুঁজিতে অধিক অর্থ উপার্জনের উদ্দেশ্যে জাল টাকা প্রস্তুত করার পরিকল্পনা করে। জানা যায়, চক্রটি বিভিন্ন সময়ে রাজধানী ঢাকার কেরানীগঞ্জ, মুন্সিগঞ্জ, যাত্রাবাড়ী, কদমতলী, শ্যামপুর, ডেমরা এবং নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় তৈরিকৃত জাল নোট সরবরাহ করত। তারা প্রতি এক লাখ টাকা মূল্যের জাল নোট ১৫-২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করত। বিশেষ করে মাছ বাজার, লঞ্চ ঘাট, বাস টার্মিনালসহ বিভিন্ন মার্কেটে নানান কৌশল অবলম্বন করে জাল নোট সরবরাহ করে করতো। এছাড়াও তারা অধিক জনসমাগম অনুষ্ঠান বিশেষ করে বিভিন্ন মেলা, উৎসব, পূজা ও কোরবানীর পশুর হাট উপলক্ষে বিপুল পরিমাণ জাল নোট ছাপিয়ে ছিল বলে তথ্য প্রদান করে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
ট্রাম্প প্রশাসন থেকে বাদ যাচ্ছেন সাবেক হেভিওয়েট ২ কর্মকর্তা অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা চলছে : জামায়াত সেক্রেটারি ‘শত্রুরা আমাদের এবং আমাদের অস্ত্রকে ভয় পায়’ রিমান্ডে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পলক উলিপুরে অপহরণ ও চাঁদাবাজির মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার ইসরাইলের জন্য মার্কিন অস্ত্রবাহী জাহাজকে নোঙ্গর করার অনুমতি দেয়নি স্পেন গুলিস্তানে সবাই থাকলেও, নেই আ’লীগ ডিএমপির সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ২ কর্মকর্তার পদায়ন অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়লো পাকিস্তান, ২২ বছর পর সিরিজ জয় ট্রাম্পের সাথে মোদির বন্ধুত্ব কতটা ‘মুখে’ আর কতটা ‘কাজে’ কুষ্টিয়ায় পদ্মার চর দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

সকল