সোনারগাঁওয়ে নদ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
- সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
- ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৬
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মারিখালী নদ থেকে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে নৌ-ফাঁড়ি পুলিশ।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বৈদ্যেরবাজার ফাঁড়ি পুলিশ আয়েশা আমজাদ ক্লিনিকের পাশে নদ থেকে উদ্ধার করে।
লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
এলাকাবাসী জানায়, সোনারগাঁও পৌর এলাকার আয়েশা আমজাদ ক্লিনিকের পাশে মারিখালী নদে বৃহস্পতিবার সকালে অজ্ঞাত এক যুবকের লাশ ভাসতে থাকে। পরে স্থানীয়রা সকালে পুলিশের খবর দিলে দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফিরে যান। পরে বিকেলে সাড়ে ৪টার দিকে বৈদ্যেরবাজার নৌ ফাঁড়ি লাশটি উদ্ধার করে।
স্থানীয়দের অভিযোগ, লাশ উদ্ধারের জন্য পুলিশের কাছে সকালে খবর দিলেও বিকেলে লাশ উদ্ধার করে। দীর্ঘ সময় ধরে লাশটি নদে ভাসতে থাকায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ও ক্ষোভ দেখা দিয়েছে। এর আগেও নৌ ফাঁড়ি পুলিশ অলিপুরা এলাকায় একটি লাশ তিন দিন পর উদ্ধার করে। লাশ উদ্ধারে তাদের মধ্যে অনীহা দেখা দিয়েছে।
বৈদ্যেরবাজার নৌ ফাঁড়ি পুলিশের ইনচর্জ মো: জাকির হোসেন বলেন, জনবলের অভাব থাকার কারণে লাশ উদ্ধারে সময় লেগেছে। লাশ উদ্ধারের পর মর্গে পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা