২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

শ্রীনগরে ছাত্র আন্দোলনে হামলাকারী ও হুমকিদাতাদের বিচার দাবি

শ্রীনগরে ছাত্র আন্দোলনে হামলাকারী ও হুমকিদাতাদের বিচার দাবি - ছবি : নয়া দিগন্ত

শ্রীনগরে ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর হামলাকারী ও হুমকিদাতাদের দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শ্রীনগর সরকারী কলেজ ও শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজের ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান নেয়।

এ সময় তারা ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে যারা বিরোধীতা করে হামলা ও হুমকি প্রদান করেছে তাদের আইনের আওতায় এনে বিচার দাবি করে। তারা নানা রকম স্লোগান দিতে থাকে। পরে তারা শ্রীনগর থানায় গিয়ে অবস্থান নেয়।

পরে গত ১৭ জুলাই ছনবাড়ি এলাকায় মারধরের ঘটনা উল্লেখ করে পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুনকে প্রধান অভিযুক্ত করে ১৭ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করে।

শ্রীনগর থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো: ইয়াসিন মুন্সী লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তদন্ত করে দেখা হবে।


আরো সংবাদ



premium cement