১৭ জানুয়ারি ২০২৫, ০৩ মাঘ ১৪৩১, ১৬ রজব ১৪৪৬
`

জাবি ভিসির বাসভবনে হামলার ঘটনায় মারধর, ছাত্রলীগ নেতার মৃত্যু

জাবি ভিসির বাসভবনে হামলার ঘটনায় মারধর, ছাত্রলীগ নেতার মৃত্যু - ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভিসির বাসভবনে হামলা ও পেট্রোলবোমা তৈরির অভিযোগে শামীম মোল্লা নামে বিশ্ববিদ্যালয়টির এক সাবেক ছাত্র ও ছাত্রলীগ নেতাকে মারধর করছে শিক্ষার্থীরা। পরে হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যু হয়েছে তার।

শামীম মোল্লা জাবির ৩৯তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর।

এর আগে, গত ১৫ জুলাই রাতে ক্যাম্পাসের ভেতরে জাবি ভিসির বাসভবনে হামলা ও পেট্রোলবোমা তৈরির অভিযোগে বুধবার বিকেলে তাকে মারধর করে শিক্ষার্থীরা। পরে প্রক্টরিয়াল টিম ও পুলিশ আহত শামীমকে উদ্ধার করে গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করায়।

জাবি শিক্ষার্থী আতাউর বলেন, ‘মারধরের পর আহত অবস্থায় শামীমকে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হলে প্রক্টরিয়াল টিম পুলিশে খবর দেয়। পরে আশুলিয়া থানা পুলিশের একটি দল নিরাপত্তা শাখায় আসে। ওই সময় পুলিশ ও প্রক্টরিয়াল টিম শামীমকে ১৫ জুলাই রাতে ভিসির বাসভবনে হামলার ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। এ সময় শামীম মোল্লা হামলার ঘটনা নিজের অংশগ্রহণ ও ঘটনাস্থলে হামলাকারীদের সাথে ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক মেহেদী ইকবাল উপস্থিত থাকার কথা স্বীকার করেন। পরে তার চিকিৎসার জন্য গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।’

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর জানান, গতকাল (বুধবার) বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী শামীম মোল্লাকে মারধর করে। পরে আহত অবস্থায় শামীমকে উদ্ধার করে গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।


আরো সংবাদ



premium cement
কাল সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ভবিষ্যতে যারা আসবেন, অতীত থেকে শিক্ষা নেবেন : উপদেষ্টা সাখাওয়াত ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন চীনের প্রেসিডেন্ট, পাননি মোদি ভ্যাট ও গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব গণঅভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র : রাষ্ট্র সংস্কার আন্দোলন ৫ অধিদফতরের স্বতন্ত্র অভ্যন্তরীণ অডিট বিভাগ স্থাপন কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিল অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব গণতন্ত্র ফিরিয়ে আনা : ড. মঈন খান সিলেট জেলা বার সমিতি নির্বাচনে আওয়ামীপন্থীদের জয় এখন আর স্বৈরাচারের সময় নেই, যা খুশি তা করবেন : নৌ উপদেষ্টা সেফটি প্ল্যান ছিল না হাজারীবাগের আগুন লাগা ভবনটির বাংলাদেশে অগ্রাধিকারভিত্তিক সংস্কারে ঐকমত্যের আহ্বান ইইউয়ের

সকল