স্বাভাবিক শিল্পাঞ্চল আশুলিয়া, বন্ধ ২২ কারখানা
- তুহিন আহামেদ, আশুলিয়া (ঢাকা)
- ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৮, আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:২০
শিল্পাঞ্চল ঢাকার আশুলিয়ায় ২২টি কারখানা ছাড়া সবগুলোতেই উৎপাদন স্বাভাবিক রয়েছে। স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছে শ্রমিকরা।
আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে শিল্পপুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম এ তথ্য জানান।
জানা গেছে, শিল্পাঞ্চল আশুলিয়ায় সকাল থেকে বেশিরভাগ কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। তবে শিল্পাঞ্চলে আজও ১৩(১) ধারায় বন্ধ রয়েছে ১৬টি পোশাককারখানা এবং সাধারণ ছুটি রয়েছে ছয়টি কারখানায়।
শিল্পপুলিশ-১-এর পুলিশ সুপার জানান, শিল্পাঞ্চল আশুলিয়ায় আজ ২২টি কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে ১৩(১) ধারায় বন্ধ রয়েছে ১৬টি এবং বাকি ছয়টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বন্ধ কারখানাগুলোর মালিক পক্ষের সাথে কথা হয়েছে আগামী শনিবারের মধ্যে পুরোপুরি স্বাভাবিক হবে। ইনশাআল্লাহ।
তিনি আরো জানান, আজ শিল্পাঞ্চলের কোথাও কোনো শ্রমিক বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে।
এছাড়া যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন বলেও জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা