১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`
আ র ব্য র জ নী থে কে

সিন্দাবাদের প্রথম সমুদ্রযাত্রা

-

(গত দিনের পর)
আমার এই নতুন চাকরিটা তেমন কঠিন কাজ ছিল না। কচিৎ কখনো বন্দরে জাহাজ আসে বা বন্দর থেকে ছেড়ে যায়, সেগুলোর পরিদর্শনের দায়িত্ব আমার। কাজের তেমন চাপ নেই। সাধারণত সুলতানের দরবারেই আমার বেশির ভাগ সময় কাটে। মাঝে মধ্যে বন্দরে গিয়ে এক পাক ঘুরে আসি।
প্রায় সব সময় সুলতানের ঘনিষ্ঠ সাহচর্যে থাকার ফলে তিনি রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আমার সঙ্গে পরামর্শ করতেন। আমার বুদ্ধি ও বিচক্ষণতায় তিনি তুষ্ট ছিলেন। প্রজারাও উপকৃত হতে লাগল আমার পরামর্শ মতো কাজ করায়। ফলে এমন অবস্থা হলো যে, রাজ্যের সব কাজে আমার পরামর্শ না নিয়ে পারতেন না সুলতান।
আমার কিন্তু কিছুতেই সেই দেশে মন বসছিল না। সুলতানের এত আপ্যায়ন, এত ভালোবাসা- তবুও মনটা পড়ে থাকতো নিজ দেশের মাটিতে। (চলবে)

 


আরো সংবাদ



premium cement