২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
আ র ব্য র জ নী থে কে

সিন্দাবাদের প্রথম সমুদ্রযাত্রা

-

(গত দিনের পর)

সুলতান মিরজান আমাকে সাদরে গ্রহণ করলেন। তার পাশে নিয়ে বসালেন। আমার সমুদ্রযাত্রার কারণ এবং ভাগ্য বিড়ম্বনার কাহিনী শুনলেন। তারপর বললেন, ‘বেটা, উপরে আল্লাহ আছেন। নিয়তির লিখন খণ্ডন করা যায় না। তোমার নসিবে যা লেখা আছে তা ঘটবেই। তোমার যা দুর্ভোগ, কষ্ট, সুখ ও আনন্দ সবই লিপিবদ্ধ করে রেখেছেন তিনি। তার কোনোটাই খণ্ডাতে পারবে না বৎস। আল্লাহর ওপর ভরসা রাখো। তিনিই সব বিপদ আপদ থেকে তোমাকে বাঁচাবেন।’
সুলতান শুধু আমাকে উপদেশই দিলেন না, তার উজির আমিরদের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলেন। আমার পরিমার্জিত কথা ও ভদ্র ব্যবহারে তিনি সন্তুষ্ট হয়ে একটি চাকরিও দিলেন তিনি। বন্দরের প্রধান পরিদর্শকের পদে নিয়োগ পেলাম আমি। (চলবে)


আরো সংবাদ



premium cement