২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
গল্পকথা

যাদুর টুপি

-

ষোলো.
আরো মনে পড়ে যাদুর টুপি ও স্বর্ণমুদ্রার কথা। কোকো ওঠে দাঁড়ায়। নিজেকে সে আগের উচ্চায় দেখতে পায়। তৎক্ষণাৎ আনন্দে দোলে ওঠে তার মন। সে ভয়ে ভয়ে চারিদিকে তাকায়। না ম্যাজিক হ্যাটটি নেই কোথাও। গোল্ড কয়েনগুলোও নেই। বেশ আশ্বস্ত হয় সে। বিশ্বাস ফিরে আসে মনে।
মনে মনে সে বলে, হ্যাঁ, আমি নিজের উচ্চতা ফিরে পেয়েছি। ধন্যবাদ পরীকে, ধন্যবাদ সবাইকে। এখন থেকে আমি আর ধোকা দেবো না কাউকে। শুধু লাভের কথা নয়, পরিণামের কথাও ভাবব। স্মার্ট হবো, পরিশ্রম করবো এবং ধনী হবো।
এমন সময় দরজায় ডোরবেল বেজে ওঠে। কোকো দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। দরজার সামনে দাঁড়িয়ে আছে তার বাবা ও মা।
কোকো বলে, গুড আফটারনুন। ওহ্, এত দেরি হলো তোমাদের ফিরতে?
বাবা বলেন : গুড আফটারনুন। আশা করি, একা একা সারাটা দিন ভালোই কেটেছে তোমার?
: হু, বাবা, ভালোই কেটেছে। তবে এবার আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা। এখন থেকে সততা ও পরিশ্রম করে ব্যবসা করব বাবা। আমি আর কাউকে ঠকাব না। কোনো কৌশলেরও আশ্রয় নেবো না। কোকো তার বাবাকে জড়িয়ে ধরে।
: গুড, এবার বুদ্ধিমানের মতো কথা বলেছ। নিজের ভুলও বুঝতে পেরেছ তুমি। আসলে, সততাই হলো ব্যবসার মূলধন। এ কথাটা কখনো ভুলে যেয়ো না খোকা।
(শেষ)


আরো সংবাদ



premium cement