২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
জানা-অজানা

সর্পগন্ধা

-

ছোট্ট বন্ধুরা,

তোমরা সর্পগন্ধার নাম নিশ্চয়ই শুনেছ। এটি কী? এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ঔষধি গাছ বা ভেষজ উদ্ভিদ। এর মূল ব্যবহার করে ওষুধ তৈরি করা হয়। এতে রয়েছে রিসারপিন ও রিসিনামিন। সর্পগন্ধা উচ্চ রক্তচাপ কমায়। এটি নিদ্রাহীনতা দূর করে। এ ছাড়া এটি বিষণ্নতা ও মনোরোগেও কার্যকর। বড় হয়ে তোমরা সর্পগন্ধা সম্পর্কে হয়তো আরো বেশি জানবে। কেউ বা করবে গবেষণা।
সর্পগন্ধার ইংরেজি কী? Snake root. আর এর বৈজ্ঞানিক নাম? Rauwolfia serpentina. কঠিন শব্দগুলো বড়দের কাছে বুঝে নিতে চেষ্টা করবে, কেমন?


আরো সংবাদ



premium cement