২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
আ র ব্য র জ নী থে কে

সিন্দাবাদের প্রথম সমুদ্রযাত্রা

-

(গত দিনের পর)

সিন্ধুঘোটককে তারা ভুলিয়ে ভালিয়ে কাছে আটকে রাখে। তারপর চিঁহিঁহিঁ শব্দ করে আমাদের জানান দেয়। আমরা তখন ছুটে গিয়ে সিন্ধুঘোটক পাকড়াও করি। নিয়ে যাই আমাদের সুলতানের ঘোড়াশালে। বিদেশী বণিকদের কাছে এই সিন্ধুঘোটকের অনেক দাম। উপযুক্ত দাম পেলে আমাদের সুলতান সেই সিন্ধুঘোটকগুলো বিক্রি করে দেন। এভাবেই অঢেল ধনসম্পদের মালিক হই আমরা ও আমাদের সুলতান।
আল্লাহর অশেষ মেহেরবানি, তুমি আমাদের কাছে এসে পড়েছ। তোমাকে নিয়ে সুলতানের কাছে যাবো। এই দেশটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাব। সুলতান মিরজান নিশ্চয়ই ভিন দেশী তোমাকে পেয়ে সমাদর করবেন। তার দয়া হলে তুমি হয়তো নিজের দেশেও ফিরে যেতে পারবে।
এরপর আমরা দু’জন ঘোড়ার পিঠে সওয়ার হয়ে সুলতানের প্রাসাদের দিকে রওনা হলাম। (চলবে)


আরো সংবাদ



premium cement