২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
আ র ব্য র জ নী থে কে

সিন্দাবাদের প্রথম সমুদ্রযাত্রা

-

(গত দিনের পর)

আমি ভীত চকিত ও বিনয়ী হয়ে বললাম, ‘মালিক, আমায় অপরাধ নেবেন না। আমি বিদেশী। জাহাজে করে সমুদ্রপাড়ি দিচ্ছিলাম। কিন্তু পথে বিপর্যয় ঘটে যায়। আমার সঙ্গে আরো অনেকেই সমুদ্রের জলে ভেসে গেছে। সঙ্গিরা কে কোথায় গেছে, বেঁচে আছে কি নেই জানি না। আমি আল্লাহর মেহেরবানিতে একটি কাঠের গুঁড়ি ধরে প্রাণ রক্ষা করতে পেরেছি। নিজের ইচ্ছায় নয় মালিক, ঢেউয়ের তালে তালে আমি ভেসে এসেছি এই দ্বীপে।’
লোকটি আমার একখানা হাত ধরে বললেন, ‘এসো, আমার সঙ্গে।’
আমি খোঁড়াতে খোঁড়াতে তার পেছন পেছন চলতে থাকি। তিনি আমাকে পাহাড়ের নিচে একটা গুহায় নিয়ে এলেন। ভিতরে ঢুকে চোখ জুড়িয়ে যায় আমার। বিরাট প্রশস্ত একটি ঘর। আমাকে তিনি খানা খেতে দিলেন। কতকাল যে এমন খানা খাইনি। প্রাণ ভরে চেটেপুটে খেলাম সব। (চলবে)

 

 


আরো সংবাদ



premium cement