১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`
গল্পকথা

যাদুর টুপি

-

তেরো.

এবার সে চেয়ার থেকে লাফিয়ে নেমে গোল্ড কয়েনগুলো মুঠো ভরে টুপির ভিতরে রাখছে আর বলছে, ‘ম্যাজিক হ্যাট, তুমি তোমার স্বর্ণমুদ্রাগুলো ফিরিয়ে নাও। আমাকে আমার উচ্চতা ফিরিয়ে দাও। আমি স্বর্ণমুদ্রা চাই না, আমার উচ্চতা ফিরে পেতে চাই। ইউ স্টুপিড হ্যাট, ইউ চিট। ওহ্ ম্যাজিক হ্যাট, ইউ আর এ চিট। হুয়াই ডিড ইউ মেইক মে এ ডুয়র্ফ?’
কিন্তু টুপি কি আর কোকোর এমন কথা শুনবে? কোকোর অতি লোভই যে তাকে এমন বিপদে ফেলেছে। টুপির কী দোষ? পরীরইবা কী দোষ? পরী তো আগে থেকেই সাবধান করে দিয়েছিল। এবার কোকো রাগে দুঃখে নিজের চুল ছিঁড়তে লাগলো। সেই সাথে মেঝেতে পড়ে থাকা স্বর্ণমুদ্রাগুলোর ওপর রাগ ঝাড়তে লাগল গোল্ড কয়েনগুলোকে সে রাগে ছড়িয়ে ছিটিয়ে ফেলছে আর বলছে, আমার আগের উচ্চতা ফিরিয়ে দাও। আমার আগের উচ্চতা ফিরিয়ে দাও। আমি গোল্ড কয়েন চাই না।

এমন করতে করতে বিকেলের দিকে কোকো ঘুমিয়ে পড়ে মেঝেতেই। ঘুমিয়ে ঘুমিয়ে আবার স্বপ্ন দেখে সে। দেখে পরীটি চলে এসেছে তার কাছে। এসে বলছে, হ্যালো কোকো, তুমি কোথায়? আমার দিকে তাকাও। একি! তুমি যে ছোট্ট খোকা হয়ে গেছ। হায় হায়! এত ছোটও কেউ হয়? আমি তো আগেই তোমাকে বলেছিলাম। তিনবারের বেশি ম্যাজিক হ্যাট মাথায় পরো না।
(চলবে)

 

 


আরো সংবাদ



premium cement
নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর নেসকোর ৩ কর্মকর্তাকে বদলি ৪০ শতাংশ ভোট না পড়লে ফের নির্বাচন, সুপারিশ কমিশনের ভালুকায় বকেয়া বেতনের দাবিতে কারখানাশ্রমিকদের মহাসড়ক অবরোধ স্ত্রী-সন্তানসহ শামীম ওসমান ও নানকের নামে দুদকের মামলা ‘চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের সাথে বৈদেশিক সম্পর্কে নিজের স্বার্থ দেখবে বাংলাদেশ’ গাজায় এ পর্যন্ত ২০৪ জন সাংবাদিককে হত্যা করেছে ইসরাইল বারিতে শ্রমিকদের ৫ দফা দাবিতে বিক্ষোভ তারিক সিদ্দিক, টিউলিপ ও পুতুলসহ ৭ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু ইঞ্জিনিয়ার মোশাররফের জামিন নামঞ্জুর, ৮ মামলায় শ্যোন অ্যারেস্ট ছোটবেলার বন্ধুদের কবিতা আবৃত্তি করে শোনালেন মির্জা ফখরুল মাসিক ৩০০০ টাকা আর্থিক সহায়তা পাবে ঢাবি ছাত্রীরা

সকল