২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
জানা অজানা

পুদিনার গুণ

-

ছোট্ট বন্ধুরা,

আজ তোমরা জানবে পুদিনা সম্পর্কে। এটি কী? এক ধরনের উদ্ভিদ। অনেকে রান্না বা সালাদ সুস্বাদু করার জন্য পুদিনাপাতা ব্যবহার করেন। ভেষজ উদ্ভিদ হিসেবে পুদিনার পরিচিতি আছে। ওষুধ তৈরি করতে এর সম্পূর্ণ গাছই ব্যবহার করা হয়। পুদিনার যকৃৎ সুরক্ষার গুণ রয়েছে। এটি মুখ ও গলকোষের প্রদাহ দূর করে। বদহজম ও পেটফাঁপা উপশম করে। এ ছাড়াও রয়েছে এ গাছের অনেক গুণ। বড় হয়ে তোমরা এ বিষয়ে জানতে পারবে। ইচ্ছে করলে গবেষণাও করতে পারবে। পুদিনার ইংরেজি কী? গধৎংয সরহঃ. এবার ছবি দেখো।

 


আরো সংবাদ



premium cement