২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
আ র ব্য র জ নী থে কে

সিন্দাবাদের প্রথম সমুদ্রযাত্রা

-

(গত দিনের পর)

একদিন এভাবে হেঁটে হেঁটে সমুদ্রসৈকতে এসে বসি। হঠাৎ কী যেন একটা অদ্ভুত প্রাণী দেখতে পেলাম। কিছুটা দূরে। ঠিক বুঝে উঠতে পারছি না কী সেটি। মনে কৌতূহল ও ভয়ে নিয়ে সামনে এগিয়ে যাই। কাছে যেতেই বুঝতে পারি, না এটা কোনো হিংস্র জন্তু নয়, এটি একটি ঘোড়া। আমাদের দেশের শান্ত নিরীহ জাতের একটি ঘোড়া। সমুদ্রের ধারে একটা গাছের গুঁড়িতে ঘোড়াটি বাঁধা। ভাবলাম, ঘোড়াটার পিঠে চড়ে এই পাহাড়ি দ্বীপে বেড়ানো যেতে পারে। লাঠিতে ভর দিয়ে একেবারে ঘোড়ার সামনে এসে দাঁড়াই।
হঠাৎ কোনো এক মানুষের চিৎকারে আমি হতভম্ব হয়ে পড়ি। একটি লোক ছুটতে ছুটতে আমার সামনে এসে দাঁড়ায়। রাগে সে ফুসছে। হুঙ্কার দিয়ে বলছে, কে তুমি? কোত্থেকে এসেছ? এ জায়গায় আসার সাহসইবা তোমার হলো কী করে?
(চলবে)

 


আরো সংবাদ



premium cement