১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`
আ র ব্য র জ নী থে কে

সিন্দাবাদের প্রথম সমুদ্রযাত্রা

-

(গত দিনের পর)

সারা শরীর টনটন করতে থাকে। পাহাড়ের চূড়ায় একটি জায়গায় অলস দেহে শুয়ে পড়লাম আমি। কতক্ষণ অচৈতন্য অবস্থায় পড়েছিলাম জানি না। যখন চোখ মেললাম, দেখি আরেকটি সকাল হয়েছে। সূর্যের ঝলমলে রোদ এসে পড়েছে আমার মুখে। উঠে দাঁড়াতে চেষ্টা করলাম। কিন্তু পারলাম না। পা দুটো ব্যথায় অসাড় হয়ে গেছে। মাটিতে পড়ে গেলাম আমি।
কিছুক্ষণ পরে বুকে হামাগুড়ি দিতে দিতে সামনের সমতল ভূমির দিকে এগিয়ে এলাম। এভাবে একসময় আমি এক ঝর্ণার শ্যামল সমতটে নেমে আসি। চারদিক ফুলে ফলে ভরা ঝর্ণার দুই পাড়।
এখানে আমি গাছের ফল আর ঝর্ণার সুমিষ্ট পানি পান করে কয়েকটা দিন কাটালাম। ধীরে ধীরে দেহের ক্ষত শুকিয়ে এলো। শক্তি ফিরে আসতে লাগল গায়ে। কিন্তু তখনো আমি মাটিতে পা ফেলে দিব্বি হাঁটতে পারি না। গাছের দু’টি চিকন ডালকে লাঠির মতো বানিয়ে সেটিতে ভর দিয়ে চলাফেরা করি।
(চলবে)

 


আরো সংবাদ



premium cement