১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

য়ুর্তের কথা

-

‘য়ুর্ত’ দেখা যায় মধ্য এশিয়ায় । বিশুষ্ক তৃণপ্রধান বৃক্ষহীন প্রান্তরে (স্তেপ) ঘরের মতো এক ধরনের অস্থায়ী স্থাপনা য়ুর্ত। গঠন ও নির্মাণে তাঁবুর চেয়ে একে অনেকটা ঘরের মতোই মনে হয়।
বৃহত্তর তুর্কি জাতির (টার্কিক) অনেক শাখা ও মঙ্গোলীয় যাযাবরেরা ঐতিহ্যগতভাবে এটি ব্যবহার করে। কাজাখ, তুর্কমেন, কিরগিজ, মঙ্গোলীয় প্রভৃতি জাতির পশুপালন ও দুধ পাস্তুরিত করার জন্য য়ুর্তের ভূমিকা বেশ। বিশাল প্রান্তরে খোলা আকাশের নিচে য়ুর্তই অনেক যাযাবরের আশ্রয়। বিশেষ ধরনের এ ঘর নির্মাণে ব্যবহার করা হয় কাঠের তৈরি একটি মূল কাঠামো। এ কাঠামোয় থাকে একটি প্রধান খুঁটি। এ খুঁটিকে ঘিরে ছাদ তৈরি করা হয়, যা ঢেকে দেয়া হয় পশমি বস্ত্র দিয়ে। দরজা ও জানালার জন্য থাকে আলাদা কাঠামো। পশমি বস্ত্রবিশেষ (ফেল্ট) দিয়ে য়ুর্তের মূল কাঠামো ঢেকে দেয়া হয়।

আর এতে পাতলা দেয়ালের ব্যবস্থাও থাকে। ভেড়া বা এ জাতীয় প্রাণীর পশম দিয়ে য়ুর্ত-কাঠামো ঢাকার বস্ত্র তৈরি করা হয়। যাযাবর তুর্কি ও মঙ্গোলীয়রা স্থানান্তরে যাওয়ার সময় য়ুর্তের কাঠামো খুলে বিভিন্ন অংশে ভাগ করে। বিচ্ছিন্ন কাঠামো উট বা চমরী গাইয়ের সাহায্যে দূরে বয়ে নিয়ে যায়। নতুন জায়গায় পুরনো কাঠামো ব্যবহার করে অল্প সময়ে আবার নির্মাণ করে য়ুর্ত। স্তেপে গাছ না থাকায় বাইরে থেকে এটি (য়ুর্ত) তৈরি করার কাঠ আমদানি করা হয়। ‘য়ুর্ত’ একটি আধুনিক তুর্কি শব্দ, যার অর্থ মাতৃভূমি। কাজাখ ভাষায় য়ুর্তকে বলে কিজ ইউ, যার মানে পশমি বস্ত্রের ঘর। কিরগিজ ভাষায় একে বলে বোজ উই (ধূসর ঘর)। তুর্কমেন ভাষায় গ্যারা ওয় (সাদা ঘর)। মঙ্গোলীয় ভাষায় এর নাম গের।


আরো সংবাদ



premium cement
সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেফতার সোনারগাঁয়ে শেখ হাসিনা-শেখ রেহেনাসহ ২৩৯ জনের বিরুদ্ধে মামলা গাজার চলমান ঘটনাবলী সমসাময়িক বিশ্বের সবচেয়ে বড় ভুল : বসনিয়া রাজনৈতিক অস্থিরতার পর থেকে ভারতের আসাম-মেঘালয় সীমান্তে আটক ৬৫ বাংলাদেশী ঐক্যের মাধ্যমেই কেবল মুসলিম উম্মাহ'র মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব : ইরানের সর্বোচ্চ নেতা হোসেনপুরে স্কুলশিক্ষকের বসতঘর পুড়ে ছাই রাজশাহী, খুলনা ও চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস 'শ্রম আইন সংস্কার করে শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করতে হবে' সিংগাইরে ধলেশ্বরী নদী থেকে লাশ উদ্ধার সাতক্ষীরায় বজ্রপাতে মৎস্যচাষির মৃত্যু সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুর ওপর ডিম নিক্ষেপ

সকল