সিন্দাবাদের প্রথম সমুদ্রযাত্রা
- ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর
- ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
(গত দিনের পর)
অন্ধকার কেটে গেল, সকাল হলো, সূর্যোদয়ের পূর্বাভাসে সমুদ্র সন্নিহিত নীলাকাশ রক্তবর্ণ ধারণ করল। আমি আল্লাহর উদ্দেশে কৃতজ্ঞতা প্রকাশ করলাম।
আবার শুরু করলাম আমি পদ-সঞ্চালন। পায়ের ধাক্কায় দাঁড়ের মতো পানি কেটে সমুদ্র পাড়ি দেবার এক উদগ্র বাসনা আমার। আমাকে বাঁচতে হবে। মরে যাওয়া চলবে না আমার। সে এক দুরন্ত ছেলেমানুষী প্রয়াস। ঘটি ঘটি পানি সেচে যেন সমুদ্র শুকিয়ে ফেলার মতো সংকল্প! যাই হোক, আমার আকুল আকুতি বুঝি আল্লাহ শুনেছিলেন। তাই, বেলা বাড়তেই বায়ুবেগও বেড়ে গেল। হাওয়ার অনুকূলে ঢেউয়ের ধাক্কায় কোনো একদিকে ভেসে চললাম আমি।
অবশেষে তীরের সন্ধান পাওয়া গেল, আলহামদুলিল্লাহ। কিন্তু না, এটা সমতল কোনো সমুদ্রতট না। এটি সমুদ্র দ্বীপের দুর্লঙ্ঘ্য পর্বতের পাদদেশ। পাহাড় পর্বতসঙ্কুল এই দ্বীপটির কাছে এসে আমি হতাশ হয়ে চেয়ে রইলাম। সমুদ্রের পৃষ্ঠদেশ থেকে পাহাড়ের মতো খাড়াই উঠে গেছে উপরের দিকে। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা