যাদুর টুপি
- রূপান্তর : সোনিয়া হুসাইন
- ০২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
আট.
এরপর এই ম্যাজিক হ্যাট যত্ন করে লুকিয়ে রাখবে। আর কখনো মাথায় পরবে না।
: কেন, কেন?
: কারণ, তিন বারে তিনটি স্বর্ণমুদ্রা পাওয়ার পর তোমার আর স্বর্ণমুদ্রার প্রয়োজন নেই। এই তিনটি স্বর্ণমুদ্র্রা দিয়েই তোমার মেধা ও শ্রম খাটিয়ে বড় মার্চেন্ট হয়ে উঠতে পারবে। আর এর চেয়ে বেশি স্বর্ণমুদ্রা পেলে তুমি কিন্তু মেধা ও শ্রম খাটাতে চাইবে না। অলসতা ভর করবে তোমার ভিতর। অলস মানুষ সমস্ত অকর্মের ঢেঁকি।
: কিন্তু আমার যে আরো স্বর্ণমুদ্রা চাই?
: চাইলে পাবে। তবে. . . ।
: তবে কী?
: তিনবারের বেশি যতবারই এই যাদুর টুপি তুমি মাথায় পরবে ততবারই তুমি লম্বায় এক ইঞ্চি করে খাটো হয়ে যাবে।
: মানে? আরো ভালো করে বুঝিয়ে বলো আমায়।
: শুনো বালক, তিনটি স্বর্ণমুদ্রাই তোমার জন্য যথেষ্ট। এর চেয়ে বেশি আশা করা মানে নিজেকে অলস করে ফেলা। ধনী হতে চাইলে প্রথম এই তিনটি স্বর্ণমুদ্রা দিয়েই হওয়া যায়। যে কোনো কাজ শুরু করার জন্য তিনটি স্বর্ণমুদ্রাই যথেষ্ট। এই পুঁজি দিয়েই ব্যবসা সামনের দিকে এগিয়ে নেয়া যায়। ব্যবসায় নিজেকে প্রতিষ্ঠা করতে এর চেয়ে বেশির প্রয়োজন হয় না কোকো। বেশি পটুজি তোমার মেধাকে কমিয়ে দিবে। কারণ, সহজ পথেই যদি ধনী হওয়া যায়, তা হলে পরিশ্রম করতে চায় কে?
: হু, বুঝেছি। এটা তোমার চালাকি। ওকে, দ্যাটস রাইট। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা