যাদুর টুপি
- রূপান্তর : সোনিয়া হুসাইন
- ০১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০৫
সাত.
এই বুঝটুকু তাকে দাও, হে রানিং স্টার।
এমন আকুল প্রার্থনার পর বাবার মন কিছুটা শান্ত হয়। তিনি ঘুমাতে যান।
সেই রাতে কোকো একটি স্বপ্ন দেখে। গহিন কালো আকাশ থেকে একটি পরী নেমে এসেছে তার ঘরে। পরীটি বলে, হ্যালো কোকো, কেমন আছো তুমি?
পরীর চিকন অশরীরী কণ্ঠ শুনে কোকোর ঘুম ভেঙে যায়। সে বিছানা ছেড়ে উঠে বসে। তারপর বলে, কোথায় আমি? আমি কোথায়? তুমি কে?
: আমি? আমি পরী। আকাশ থেকে এসেছি। তোমার জন্য একটি গিফট নিয়ে এসেছি আমি।
: গিফট? আমি যে আজ দোকানে বড় ভালো প্রফিট করেছি, এজন্যই কি তুমি আমাকে গিফট দিবে?
পরী বলে, আমি সব জানি। এজন্যই তো এসেছি তোমার কাছে। এই যে দেখো, এটা একটি ম্যাজিক হ্যাট, যাদুর টুপি। এই টুপিটির একটি মাহাত্ম্য আছে। মাহাত্ম্যটি হলো, তুমি যখন এটি মাথায় পরবে, তখন তোমার অস্থির অস্থির লাগবে। তাই তুমি মাথা থেকে হ্যাটটি খুলে ফেলবে। এরপর দেখতে পাবে তোমার হ্যাটের ভেতর একটি গোল্ড কয়েন, অর্থাৎ স্বর্ণমুদ্রা!
কোকো বলে : ওয়াও! গোল্ড কয়েন? চমৎকার তো। তা হলে আমি খুব শিগগিরই ধনী হয়ে যাচ্ছি?
: কিন্তু মনে রেখো কোকো, তুমি তিন বারের বেশি এই হ্যাট মাথায় পরতে পারবে না। তিন বারে তুমি তিনটি স্বর্ণমুদ্রা (গোল্ড কয়েন) পাবে। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা