২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
আ র ব্য র জ নী থে কে

সিন্দাবাদের প্রথম সমুদ্রযাত্রা

-

(গত দিনের পর)

আমি শুধু প্রকৃতির মনোহর শোভা দেখে আকুল। চোখ আর ফেরাতে পারি না। কি অপূর্ব বনরাজির লীলাভূমি দ্বীপটি!
আমরা সবাই যখন যে যার কাজকর্ম নিয়ে ব্যস্ত, এমন সময় হঠাৎ সমস্ত দ্বীপ ভীষণ আন্দোলিত হতে লাগল। কেঁপে কেঁপে উঠল দ্বীপ। কে কোথায় যে কীভাবে ছিটকে পড়ি বুঝতে পারলাম না। শুধু শুনতে পেলাম, জাহাজের কাপ্তানের চিৎকার। তিনি বলছেন :
- যে যেখানে আছো, জাহাজে ফিরে এসো। এটা কোনো দ্বীপ নয়। বিরাট এক তিমি মাছের পিঠ। বহু যুগ ধরে সে এই সমুদ্রের মাঝখানে ঘুমাচ্ছে। তাই কালক্রমে তার পিঠে পলি জমেছে। সেই পলিমাটিতে গজিয়েছে লতাগুল্ম ও বৃক্ষরাজি। তোমরা আগুন জ্বালিয়ে তার ঘুম ভাঙিয়ে দিয়েছ। আগুনের উত্তাপে নড়েচড়ে উঠেছে তিমিটি। তাই মোচড় দিয়ে সে এখন চলতে শুরু করেছে। তোমরা আর দেরি করো না। শিগ্্গির জাহাজে উঠে এসো। এখনি হয়তো তিমি ডুব দিয়ে সমুদ্রের নিচে তলিয়ে যাবে।
(চলবে)


আরো সংবাদ



premium cement

সকল