২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
আ র ব্য র জ নী থে কে

সিন্দাবাদের প্রথম সমুদ্রযাত্রা

-

(গত দিনের পর)

দিনের পর দিন সমুদ্রের নীল জলের ওপর দিয়ে চলছে আমাদের জাহাজ। এক এক করে অনেক দ্বীপ পেছনে ফেলে আমরা এগিয়ে চলি। ক্লান্তিহীন বিরামহীন চলা আমাদের। কবে এই চলা শেষ হবে, কে জানে।
কয়েক সপ্তাহ ধরে টানা সমুদ্র যাত্রার পর একদিন এক দ্বীপের নিশানা দেখতে পেলাম আমরা। গাছপালায় ভর্তি, শস্য-শ্যামল প্রান্তর। চারিদেকে শুধু সবুজের মেলা! কি মনোহর দৃশ্যাবলী। বেহেস্তের উদ্যানের শোভার কথা স্মরণ করিয়ে দেয়। কাপ্তান এই দ্বীপে জাহাজ নোঙর করলেন। যাত্রীরা সবাই নেমে পড়ল।
আমরা সওদাগররা সবাই নেমে পড়লাম দ্বীপটিতে। খানা পাকাবার সাজ-সরঞ্জাম এবং ডাল আটা ঘি সঙ্গে নিলাম। একটা গাছের তলায় উনুন জ্বালানো হলো। কেউ তরকারি কাটে, কেউ বাটনা বাটে, কেউ বা কাপড় কাচতে লেগে গেল। কেউ বা এদিক ওদিক ঘুরে ঘুরে দেখতে থাকে দ্বীপের সৌন্দর্য। গাছতলায় শুয়ে নাক ডেকে ঘুমাচ্ছে কেউ। আমার কিন্তু নাওয়া খাওয়ার দিকে ভ্রুক্ষেপ নেই। (চলবে)


আরো সংবাদ



premium cement