যাদুর টুপি
- রূপান্তর : সোনিয়া হুসাইন
- ২৬ আগস্ট ২০২৪, ০০:০৫
পাঁচ.
: ভেবে দেখো কোকো, বেন শবযাত্রায় যাবে। শবযাত্রার জন্য উইচ হ্যাট নয়। বেনের বাবা যদি হ্যাটটি ফেরত দিতে আসেন, কী বলবে তুমি?
: আমি বলব, ব্যবসা ব্যবসাই। বিক্রীত মাল ফেরত নেয়া হয় না। বেন যেটা কিনেছে, সেটা সে জেনে বুঝে কিনেছে। আমি কেন এখন ফেরত নেবো?
বাবাকে এভাবে উত্তর দিতে পেরে কোকো মনে মনে বেশ খুশি। এমন খুশি মনেই সেদিন সে দোকান থেকে বের হয়। বাড়ির পথে হাঁটছে আর ভাবছে, বাবা কেন খুশি হতে পারেনি? সে তো একটি অবিক্রীত পণ্য বিক্রি করে দিয়েছে। বেশ চড়া দামেই বিক্রি করছে। এখানে ভুল কোথায়?
এদিকে কোকোর বাবাও দোকানে বসে বেশ চিন্তিত। এই ছেলেকে সে কিভাবে মানুষ করবে? কিভাবে বুঝাবে যে, কাউকে শুধু কথায় ভুলিয়ে ভালিয়ে প্রয়োজন তৈরি করে দেয়াই ব্যবসার মূল উদ্দেশ্য নয়। ব্যবসা হলো সবার কল্যাণের জন্য। ব্যবসা এমনভাবে করতে হয় যেন উভয় পক্ষই লাভবান থাকে। বিক্রেতা বিক্রি করে লাভবান হবে, ক্রেতা পণ্যটি ক্রয় করেও লাভবান হবে। এটাই ব্যবসার নীতি। কিন্তু কোকো সে কথা বুঝতে চায় না। তার মনে শুধু প্রফিট। কোনো পণ্য ক্রেতাকে গছিয়ে দিতে পারলেই বুঝি ব্যবসায় সফলতা আসে!
বাড়ি ফিরে কোকোর বাবার সেই রাতে ঘুম আসছে না। কী হবে এই ছেলেকে দিয়ে। এমন ছলচাতুরী করে হয়তো অর্থ কামানো যায়, কিন্তু পরিতৃপ্তি মেলে না। আমি তো চাই, কোকো বড় মার্চেন্ট হয়ে উঠবে। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা