সিন্দাবাদের প্রথম সমুদ্রযাত্রা
- ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর
- ২৫ আগস্ট ২০২৪, ০০:০০
(গত দিনের পর)
জীবন্ত কুকুর মৃত সিংহের চেয়ে সেরা। দারিদ্র্যের চেয়ে মৃত্যুই শ্রেয়।’
সিদ্ধান্ত নিলাম, আর বিলম্ব নয়। আমার যা কিঞ্চিৎ পরিমাণ বিষয়-আশয় তখনো অবশিষ্ট আছে, সবকিছু বেচে দিলাম। সর্বসাকুল্যে মাত্র তিন হাজার দিরহাম পেলাম আমি। এই তিন হাজার দিরহামকে সম্বল করেই আমি বিদেশ যাত্রা করবো মনস্থির করলাম।
বাজারে গিয়ে নানা ধরনের বাহারী জিনিসপত্র সওদা করে একটি গাঁটরী বাঁধলাম। নিজেই মাথায় করে বন্দরে নিয়ে গেলাম। ওই সময়ে একখানা জাহাজ বন্দর ছেড়ে যাচ্ছিল। আমি কোনো কিছু না ভেবেই সেই জাহাজে চেপে বসলাম। দেখলাম, বাগদাদের আরো অনেক সওদাগর চলছে সেই জাহাজে। আমাদের জাহাজ বন্দর ছেড়ে বসরার দিকে রওনা হলো। এক সময় বসরায় পৌছাল আমাদের জাহাজ। আমি কিছু মাল-সামান বিক্রি করলাম। পরে আরো কিছু নতুন মাল-সামানও কিনলাম। বসরা ছেড়ে আবার জাহাজ চলতে শুরু করে। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা