যাদুর টুপি
- রূপান্তর : সোনিয়া হুসাইন
- ২৫ আগস্ট ২০২৪, ০০:০০
চার.
এটি পরলে তাকে সবার চেয়ে আলাদা দেখাবে। আরো ইমপর্টেন্ট লাগবে। সে বুঝতে পেরে কিনে নিয়েছে। এখানে আমার ফল্ট কোথায় বাবা?
কোকোর কথায় বাবার মন ভারি হয়ে যায়। রাগান্বিতও হন একটু। তিনি বলেন, তোমার ফল্ট হলো, তুমি চাতুরীর আশ্রয় নিয়েছ। চাতুরী করে কোনো পণ্য কাউকে গছিয়ে দেয়া ঠিক না। এটা অন্যায়। তুমি কাজটি ভালো করোনি। বেন কোনো ‘ফানি পার্টিতে’ যাচ্ছে না। সে যাচ্ছে একটি ‘শবযাত্রায়’। শবযাত্রায় কেউ ‘ফানি হ্যাট’ পরে যায় না। এতে পুরো পরিবেশটাই হালকা হয়ে যায়। মৃতব্যক্তির অসম্মান হয়।
কোকো বলে, শবযাত্রায় ফানি হ্যাট পরবে, এতে সমস্যা কোথায় বাবা? আমি বরং একটি পুরোনো ও দামি হ্যাট বিক্রি করতে পেরেছি। এটাই তো আমাদের লাভ। ক্রেতার মনে প্রয়োজন তৈরি করাই তো ব্যবসার কৌশল। আর সেই কাজটিই তো আমি করতে পেরেছি। প্রফিটও হয়েছে আমাদের। ব্যবসায় তো প্রফিট করাটাই উদ্দেশ্য।
কোকোর বাবা বলেন, তুমি বুঝতে পারছ না কোকো। ব্যবসার উদ্দেশ্য শুধু প্রফিট করা নয়। সততা বজায় রাখাও ব্যবসার আরেকটি উদ্দেশ্য।
: বাবা, আমি এখানে অসততা দেখালাম কোথায়? আমি তো সঠিক দামেই পণ্যটা বিক্রি করেছি। উইচ হ্যাট তো অন্যান্য হ্যাটের চেয়ে দামি। তাই আমি বেশি দাম নিয়েছি। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা