২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
জানা অজানা

ভেলা এক ধরনের সমতল নৌকা

-

ছোট্ট বন্ধুরা,
তোমরা নিশ্চয়ই ভেলা দেখেছ। এতে উঠেছ কি? গ্রামের অনেক বন্ধু নিশ্চয়ই উঠেছ।
ভেলা কী? এটি এক ধরনের সমতল নৌকা। তবে এতে তক্তা ব্যবহার করা হয় না। এটি তৈরি করতে বেশি সময় লাগে না। খচরও কম। এর উপকরণও খুব সহজে পাওয়া যায়।
বন্যার সময় আমাদের দেশে কলাগাছের ভেলা তৈরি করা হয়। কয়েকটি কলাগাছ পাশাপাশি রেখে বাঁশের ফালি বা কঞ্চি দিয়ে গাঁথা হয়। কলাগাছ যাতে খুলে না যায় এ জন্য রশি বা দড়ি দিয়ে বাঁধা হয়। ব্যস, তৈরি হয়ে গেল ভেলা।
কাঠের গুঁড়ি দিয়েও ভেলা তৈরি করা যায়। কলাগাছের ভেলার মতোই এগুলোর তৈরি-পদ্ধতি। গুঁড়িগুলো পাশাপাশি রেখে গেঁথে বা বেঁধে দিলেই হলো। কাঠের ভেলা বেশি তৈরি করে রাশিয়ার ভলগা নদীর পাড়ের মানুষ।

 


আরো সংবাদ



premium cement