য়ি মানুষ
- সেলিম বুলবুল চৌধুরী
- ২৪ আগস্ট ২০২৪, ০০:০০
য়ি (ণর) একটি জাতির নাম। এরা চীনের একটি নৃতাত্ত্বিক জনগোষ্ঠী। চীন সরকার স্বীকৃত ৫৫টি নৃতাত্ত্বিক সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে জনসংখ্যায় এদের স্থান সপ্তম। য়িরা প্রধানত চীনের সিচুয়ান, য়ুনান, গুইঝৌ প্রদেশ এবং গুয়াংজি ঝুয়াং স্বশাসিত অঞ্চলে বাস করে।
বেশিরভাগ য়ি ছড়িয়ে আছে পার্বত্য এলাকায়। কিছু বাস করে উচ্চ পর্বতের শীতল স্থানে, অল্পসংখ্যক বাস করে সমতলভূমি কিংবা উপত্যকায়।
অল্প দূরত্বের ব্যবধানে য়িদের আবাসভূমিতে আবহাওয়া ও বৃষ্টিপাতের ভিন্নতা দেখা যায়। সাগর সমতল থেকে বিভিন্ন উচ্চতায় য়ি এলাকাগুলোর অবস্থানই এর কারণ।
য়ি জনসংখ্যা প্রায় ৯০ লাখ। এরা কথা বলে য়ি ভাষায়। এটি চীনা-তিব্বতি ভাষা পরিবারের তিব্বতি-মিয়ানি ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত। য়িদের অনেকে চীনা বা ম্যান্ডারিন ভাষাও ব্যবহার করে।
বিভিন্ন এলাকায় বসবাসকারী য়িরা বিভিন্ন ধরনের পোশাক পরে। লিয়াংশান পর্বতমালা এবং পশ্চিম গুইঝৌয়ের পুরুষরা টাইট হাতার কালো জ্যাকেট ও পায়জামা পরে। নারীরা ঝালরওয়ালা বা সূচিকর্ম করা জ্যাকেট ও স্কার্ট পরে। বাইরে যাওয়ার সময় নারী-পুরুষ উভয়ে কালো টুপি পরে।
য়ি সমাজে এক বিয়ে প্রচলিত। অনেক জায়গায় নারীরা এক সন্তান না হওয়া পর্যন্ত পিতা-মাতার বাড়িতেই বাস করে। কোনো কোনো এলাকায় বিয়েতে আমোদ ও হাস্যপরিহাস সৃষ্টির জন্য কনে অপহরণের ভান করা হয়। বরের পরিবার থেকে কিছু লোক পাঠানো হয় কনেকে ছিনিয়ে আনার জন্য। এরা অপহরণের ভান করে কন্যাকে ঘোড়ার পিঠে চড়িয়ে বরের বাড়ি নিয়ে যায়। এ সময় কনে পক্ষের লোকেরা বর পক্ষের লোকদের পিছু ধাওয়া করার ভান করে। বিয়ে অনুষ্ঠানের অংশ হিসেবে বর-কনে কৌতুকে উচ্ছল হয়ে যুদ্ধও করে। বর্তমানে এসব আনুষ্ঠানিকতা কমে এসেছে।
য়ি সমাজে দু’টি ধর্ম প্রচলিত- সর্বপ্রাণবাদ ও বৌদ্ধ ধর্ম।
য়িদের আবাসভূমি খনিজ সম্পদে সমৃদ্ধ। এখানে লৌহ, কয়লা, স্বর্ণ, রৌপ্য, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ, অ্যান্টিমনি ও জিঙ্ক রয়েছে। এখানকার বনে পাইন, কর্পূর, ক্যাপক, চা ইত্যাদি গাছ জন্মে। এসব বন হরিণ, ভালুকসহ বিভিন্ন বন্যপ্রাণীতে সমৃদ্ধ।
অন্যায় ও নির্যাতনের বিরুদ্ধে য়িদের গৌরবজনক সংগ্রামের ইতিহাস আছে। ১৯১১ সালের আগে এরা সাম্রাজ্যবাদ ও সামন্তবাদের বিরুদ্ধে সাহসী ভূমিকা পালন করেছে। গত শতকের ত্রিশের দশকে দখলদার জাপানি বাহিনীর বিরুদ্ধেও এরা লড়েছে।
১৯৪৯ সালে সমাজতান্ত্রিক বিপ্লবের পর আর্থসামাজিক ক্ষেত্রে য়ি জনজীবনে বিপ্লবাত্মক পরিবর্তন এসেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা