২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
গল্পকথা

যাদুর টুপি

-

দুই.
এক দিনের ঘটনা। কোকোর বাবা কোকোকে দোকানে রেখে বাইরে গেলেন। কোকো তখন দোকানে একা। এমন সময় কোকোর এক বন্ধু আসে। বন্ধুটির নাম বেন। টুপি কিনবে সে।
দোকানের সামনে এসে বেন বলে, হ্যালো কোকো, ওই ‘বৌলার হ্যাট’টি দেখাও তো আমায়। আজ বাবার সাথে একটি শবযাত্রায় যাবো। অথচ আমার কোনো বৌলার হ্যাট নেই।
কোকো : এই বৌলার হ্যাট? এটাতো বেশ সস্তা, কম দামি। শবযাত্রায় যাবে তুমি। এমন কম দামি হ্যাট পরে? তাও তোমার বাবার সাথে? বরং তুমি এই ‘উইচ হ্যাট’টি নাও। তোমার কালো কোর্টের সাথে এটি মানাবে ভালো।
: উইচ হ্যাট পরব শবযাত্রায়? কী বলো বন্ধু?
: সমস্যা নেই তো। বরং এটা পরলে তোমাকে অন্যদের চেয়ে ভিন্ন রকম দেখাবে। একটু অন্য রকম লাগবে। এটাই তো বর্তমান যুগের ট্রেন্ড। নিজেকে ভিন্নভাবে পরিবেশন করা। যদিও এই উইচ হ্যাটটির দাম একটু বেশি, কিন্তু তোমার কালো কোর্টের সাথে বেশ যাবে। যুগের সাথে চলতে গেলে একটু তো বেশি খরচ করতেই হয়, তাই নয় কি বেন?
বেন বলে, হু, তা অবশ্য ঠিক। আচ্ছা দেখাও তো, দেখি উইচ হ্যাটটি। আগে পরে দেখি কেমন মানায় আমায়।
দোকানে অনেক দিন পড়ে থাকা কালো উইচ হ্যাটটি ভালো করে ঝেড়ে মুছে বন্ধুর মাথায় পরিয়ে দেয় কোকো। তারপর বলে, এই দেখো বন্ধু, তোমাকে বেশ মানিয়েছে। (চলবে)


আরো সংবাদ



premium cement