২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
জানা-অজানা

সূর্যের আলোর কয়টি রঙ

-

ছোট্ট বন্ধুরা,

আমাদের কাছে সূর্যের আলোর রঙ সাদা মনে হয়। আসলে আমাদের এ দেখা ও ধারণা ভুল। সূর্যের আলো সাতটি রঙের মিলন! আমরা যদি একটি প্রিজম (ত্রিভুজ আকৃতির স্বচ্ছ কাচ) নিয়ে সূর্যের আলোকের সামনে ধরি, তবে দেখতে পাবো বিপরীত দিকের দেয়ালে পরপর সাতটি রঙ পড়েছে। প্রিজমের মধ্যে ঢুকে তা থেকে বেরিয়ে আসার সময় এক- এক রঙের আলো এক-একভাবে বেঁকে যায়। ফলে সবগুলো আলো আলাদা আলাদা হয়ে দেখা দেয়।
সূর্যের আলোর সাতটি রঙ হচ্ছে- বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল। সংক্ষেপে বেনীআসহকলা।


আরো সংবাদ



premium cement

সকল