২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
আ র ব্য র জ নী থে কে

সিন্দাবাদের প্রথম সমুদ্রযাত্রা

-

(গত দিনের পর)

সিন্দাবাদ সুবোধ বালকের মতো খানাপিনা সারে। বৃদ্ধ সন্তুষ্ট হয়ে বললেন, একটু আয়েশ করে বসো হে নতুন অতিথি। তারপর বলো, কী নাম তোমার? কী কাজ করো?
- আমার নাম সিন্দাবাদ কুলি। আমি ভারী ভারী মোট বয়ে রুটি রুজির পয়সা রোজগার করি।
বৃদ্ধ হাসলেন। বললেন, আরে, কী আশ্চর্য, তোমার নাম আর আমার নাম যে এক। তুমি সিন্দাবাদ কুলি, আর আমি সিন্দবাদ নাবিক। আমি তোমাকে ডেকেছি তোমার সুন্দর মিষ্টি কণ্ঠের গান শুনে। আমার ইচ্ছা, এখানে তুমি আমাদেরকে আরো কয়েকটি গান শোনাবে।
সিন্দাবাদ কেমন সঙ্কোচ বোধ করে। মুখে বলে, আল্লাহর দোহাই, আমার ওই দুঃখের গান শুনে আপনাদের মন খারাপ করতে চাই না। শেষে আমাকেই দোষারোপ করবেন যে?
সিন্দাবাদ নাবিক বললেন, কেন দোষারোপ করব তোমাকে?
(চলবে)


আরো সংবাদ



premium cement

সকল