সিন্দাবাদের প্রথম সমুদ্রযাত্রা
- ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর
- ১৭ আগস্ট ২০২৪, ০০:০০
(গত দিনের পর)
পেস্তার বরফী, গাজরের শাহী হালুয়া, আনার, আপেল, খেজুর ও আরো হরেক রকমের নাম না জানা ফল। নানা বৈচিত্রের রেকবীতে ভরা ঝলসানো দুম্বার গোশত, মুরগির দোপিয়াজি, বটি কাবাব, টিকিয়া কাবাব ইত্যাদি। আরেক ধারে সরাবদানীতে আঙ্গুর ফলের পানীয়। একদিকে একদল নওকর সেজেগুজে অপেক্ষমান। অন্যদিকে সুন্দরী বাঁদীরা নানারকম বাদ্যযন্ত্র হাতে বসে আছে।
সিন্দাবাদ মুগ্ধ বিস্ময়ে দাঁড়িয়ে পড়ে। মনে মনে বলে, হায় আল্লাহ, এ যে বেহেস্ত। এখানে যারা সমবেত, তারা কি এই দুনিয়ার মানুষ, নাকি বেহেস্তবাসী? অন্দর মহলের সবাই সিন্দাবাদকে স্বাগত জানায়। সিন্দাবাদ এক পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে।
সবচেয়ে বয়োবৃদ্ধ একজন তাকে কাছে ডাকেন। সন্দেহে পাশে বসান।
বাঁদীদের একজনকে খানা দিতে বললেন। সিন্দাবাদের সামনে রেকবি ভর্তি খাবার সাজিয়ে দেয়া হলো। বয়োবৃদ্ধ লোকটি বললেন, ‘হাত-মুখ ধুয়ে আগে খানাপিনা সেরে নাও যুবক। তারপর তোমার সঙ্গে কথা হবে।’ (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা