সিন্দাবাদের প্রথম সমুদ্রযাত্রা
- ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর
- ১৪ আগস্ট ২০২৪, ০৩:২৫
(গত দিনের পর)
ছেলেটা আবার হাত ধরে টান দেয়। বলে, ‘চলো না, আমার মালিক তোমার সঙ্গে কথা বলবে।’
নওকরটি একেবারে নাছোড় বান্দা। সিন্দাবাদ বলে, কিন্তু আমার এই মোটটা? এটা কোথায় রেখে যাব?
-সে তুমি ভেবো না। আমি ব্যবস্থা করে দিচ্ছি। ফটকে পাহারাদারের কাছে রেখে দিচ্ছি। ভয় নেই, কিচ্ছু চুরি যাবে না তোমার।
পাহারাদারের কাছে মোটটা গচ্ছিত রেখে সিন্দাবাদ খুদে নওকরের পিছন পিছন চলে।
সুরম্য ইমারত। ঝকঝকে তকতকে সাজানো গোছানো। নওকর ছেলেটি সিন্দাবাদকে এক বিশাল কক্ষে নিয়ে গেল। খানদানি ঘরের অনেক অতিথি সেখানে অভ্যাগত। ঘরের এখানে সেখানে হরেক রকম ফুলদানি। সেসব ফুলদানিতে সুগন্ধি ফুল রেখে দেয়া। সুগন্ধে মন-প্রাণ ভরে যায়। আতর গোলাপজলের মিষ্টি গন্ধে মাতাল হয় হৃদয়। বিরাট লম্বা মেঝে দুগ্ধ ফেনিল মখমলের চাদর বিছানো। তার ওপর থরে থরে সাজানো খানাপিনা। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা