সুলতানের পুত্র
- রূপান্তর : সোনিয়া হুসাইন
- ১৪ আগস্ট ২০২৪, ০৩:২৪
ষোলো.
দুপুরে আমার অতিথিরা আসার আগেই রান্নাবান্না করে ফেলতে হবে। তাদের আপ্যায়নের পুরো দায়িত্ব তোমাকেই দিলাম হে বৎস। আমি বৃদ্ধ হয়ে গেছি। এত আয়োজন আমার একার পক্ষে করা সম্ভব নয়। খেজানা বলল, আপনি কোনো চিন্তা করবেন না। আমি যাবো আর আসব। পাহাড়ের পাদদেশ থেকে লাকড়ি জোগাড় করে আনতে সময় লাগবে না আমার।
এদিকে জাদুকরের কুঠুরি থেকে বেরিয়ে খেজানা দিলো এক ছুট। ছুটতে ছুটতে পৌঁছে গেল সেই বটবৃক্ষের ছায়াতলে। ফারাসি আগে থেকে অপেক্ষা করছিল তার জন্য। খেজানা আসার সাথে সাথেই ফারাসি বললো, আর দেরি নয়, তাড়াতাড়ি ওঠো আমার পিঠে। যত দ্রুত পারি ছুটে চলতে হবে। পৌঁছাতে হবে নিরাপদ কোনো জায়গায়।
ফারাসির পিঠে সওয়ার হয়ে ছুটে চলছে খেজানা। তারা ছুটে চলছে জানজিবার শহরের উপকণ্ঠে। সেখানে কোনো সুন্দর একটি জায়গা বেছে নিয়ে ঘর বানিয়ে থাকবে তারা।
ফারাসি ছুটছে তো ছুটছেই। ছুটতে ছুটতে দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা