সিন্দাবাদের প্রথম সমুদ্রযাত্রা
- ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর
- ১২ আগস্ট ২০২৪, ০০:০৫
(গত দিনের পর)
বিলাসব্যসন তাদের জন্মগত অধিকার। আমি মোটবহা এক কুলি মাত্র।’
এই তো, আজ যার মোট বয়ে ঘর্মাক্ত, ক্লান্ত ও ন্যুব্জ হয়ে এখানে বসে পড়লাম, আমি জানি এই মোটের মধ্যে আছে কতো যে আনন্দ বিলাসের উপকরণ। এগুলো কতো মানুষকে বিনোদন দিবে। অথচ মোট বহা কুলি সিন্দাবাদের কোনো বিনোদন নেই।
মনের দুঃখে গান ধরে সিন্দাবাদ। সেই গানে তার বুকের দুঃখ ব্যথা বেদনা ঝরে পড়তে থাকে। অনেকক্ষণ জিরিয়ে শরীর ও মন জুড়িয়ে যায় তার। মোটটা মাথায় তুলে আবার সে যাত্রা করতে যাবে- এমন সময় সওদাগর বাড়ির ফটকটা খুলে যায়। এক ছোট্ট নওকর বেরিয়ে আসে। মুখে তার মিষ্টি হাসি। কোনো রকম ভূমিকা না করেই সিন্দাবাদের একটা হাত ধরে বলে, ‘আমার মালিক তোমাকে ডাকছে। চলো।’
সিন্দাবাদ প্রথমে অবাক হয়, ভয়ও পায়। না যাওয়ার ছুতো খুঁজতে থাকে। একটা কিছু বলে ছেলেটাকে বোঝাতে হবে। কিন্তু কী বলবে ভেবে পায় না সিন্দাবাদ।
(চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা