সিন্দাবাদের প্রথম সমুদ্রযাত্রা
- ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর
- ১১ আগস্ট ২০২৪, ০০:০৫
(গত দিনের পর)
সিন্দাবাদ ফটকের ফাঁক গলিয়ে দৃষ্টি দেয়। সুন্দর এক গোলাপ বাগিচা। ঝকঝকে তকতকে। শুধু গোলাপই নয়, আরো কত রঙের বাহারি ফুল ফুটে আছে বাগানে। দুচোখ জুড়িয়ে যায় তার। এমন সাজানো গোছানো বাগান সে বড় একটা দেখেনি। সাধারণ লোকের কথা দূরে থাক, অনেক সুলতান-বাদশাহের বাগিচাও এমন সুন্দর ও পরিপাটি হয় না।
মৃদুমন্দ বাতাসে চার দিকটা মদির হয়ে আছে। সিন্দাবাদ এই প্রথম অনুভব করল- ‘জীবনে কত গান আছে, কত ফুল আছে, কত রূপ আছে, কত গন্ধ আছে। কিন্তু সেসব তো তার মতো দরিদ্রদের জন্য নয়। ধনীর দুলাল হয়ে জন্মালে তবেই এসব উপভোগ করা যায়।’
সিন্দাবাদ ভাবতে থাকে, ‘প্রতিদিন কত ধনী লোকের মোট বয়ে বেড়াই আমি। কত সোনাদানা হীরে জহরত বয়ে নিয়ে যাই বিত্তবানের বাড়ি। কিন্তু কী নসিব আমার! কয়েকটা দিরহাম ছাড়া আর কিছুই ভাগ্যে জোটে না আমার। সেই সব ধনরতœ ও বিলাসী সামগ্রী যারা ভোগ করেন তারা বুঝি ভিন জগতের মানুষ।
(চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা