২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
স্ম র ণ

কথাসাহিত্যিক মাহবুব-উল আলম

-

জন্ম মাতুলালয়, ফতেয়াবাদ গ্রাম, চট্টগ্রাম, ১ মে ১৮৯৮ সালে। তার পৈতৃক নিবাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ফতেপুর গ্রাম। মাহবুব-উল আলম ফতেয়াবাদ এমই স্কুল থেকে এন্ট্রান্স পাস (১৯১৬) করে কিছু দিন চট্টগ্রাম কলেজে আইএ ক্লাসে অধ্যয়ন করেছিলেন। প্রথম মহাযুদ্ধের সময়ে কবি নজরুলের মতো বৃটিশ ভারতীয় সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগদান (১৯১৭) করে মেসোপটেমিয়া (ইরাক) যান এবং যুদ্ধে সক্রিয় অংশ নেন।
যুদ্ধশেষে বাঙালি পল্টন ভেঙে দেয়া হয়েছিল। ১৯২০ সালে মাহবুব-উল আলম সাবরেজিস্ট্রার পদে সরকারি চাকরিতে যোগ দেন। ১৯৪৮ সালে ডিস্ট্রিক্ট সাবরেজিস্ট্রার পদে পদোন্নতি লাভ করেন। ১৯৫২ সালের জানুয়ারি মাসে ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার এবং একই বছর জুন মাসে ইন্সপেক্টর অব রেজিস্ট্রেশন পদে উন্নীত হয়েছিলেন। ১৯৫৪ সালে চাকরি থেকে অবসর নিয়ে একই বছর ২৮ অক্টোবর (১৯৫৪) নিজ সম্পাদনায় চট্টগ্রাম থেকে সাপ্তাহিক জামানা পত্রিকা প্রকাশ করেন। কথাসাহিত্য, স্মৃতিকথা ও ইতিহাস-রচয়িতা হিসেবে খ্যাত ছিলেন এই সুরসিক মানুষটি। তার প্রথম রচনা পল্টন জীবনের স্মৃতি (১৯৪০)। আত্মচরিতমূলক এই গ্রন্থে সৃষ্টিশীল মনের পরিচয় স্বতঃস্ফূর্তভাবে প্রকাশিত।
আত্মজীবনীমূলক অপর গ্রন্থ মোমেনের জবানবন্দী (১৯৪৬) সমাজ ও বাস্তবজীবনের একখানি নিখুঁত চিত্র। মাহবুব-উল আলমের গদ্যরীতি সাবলীল ও বলিষ্ঠ। তাজিয়া (১৯৪৬) ও পঞ্চ অন্ন (১৯৫৩) তার বিখ্যাত গল্প সঙ্কলন। ছোট গল্পেই তার শিল্পীসত্তা পূর্ণভাবে বিকশিত। মফিজন (১৯৪৬) বাস্তব জীবনভিত্তিক মিনিয়েচার উপন্যাস। গোঁফ-সন্দেশ (১৯৫৩) একটি ব্যঙ্গ রচনা। জাতিসঙ্ঘের ইউনেস্কোর কমিশন পেয়ে বার্মা (১৯৫৯), সিলোন (১৯৫৯), ইন্দোনেশিয়া (১৯৫৯), তুরস্ক (১৯৬০), সৌদি আরব (১৯৬০), পূর্ব পাকিস্তানের পক্ষী (১৯৬০), পূর্ব পাকিস্তানের বনক্ষেত্র (১৯৬০) ও পূর্ব পাকিস্তানের মৎস্য সম্পদ (১৯৬০) নামক বইগুলো রচনা করেছেন। চট্টগ্রামের ইতিহাস (তিন খণ্ড, ১৯৪৭-১৯৫০) ও বাঙালির মুক্তিযুদ্ধের ইতিবৃত্ত (চার খণ্ড) তার ইতিহাসমূলক গ্রন্থ। সাহিত্যকর্মের জন্য বাংলা একাডেমী পুরস্কার (১৯৬৫), প্রেসিডেন্টের পুরস্কার ‘প্রাইড অব পারফরমেন্স’ (১৯৬৭) এবং একুশের পদক (১৯৭৮) লাভ করেছেন। ১৯৮১ সালের ৭ আগস্ট চট্টগ্রামে ইন্তেকাল করেন।


আরো সংবাদ



premium cement
লাখ টাকার প্রলোভনে শাহবাগে এত লোক কিভাবে এলো? কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু হিজবুল্লাহ কমান্ড সেন্টারে ইসরাইলি হামলা রাজশাহীতে প্রথম আলো পত্রিকায় আগুন ও সাইনবোর্ড ভাঙচুর রোহিঙ্গাদের আশ্রয়স্থলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে : পররাষ্ট্র সচিব আড়াইহাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৬ শ্রম সংস্কারে অন্তর্বর্তী সরকারের অগ্রগতিতে মার্কিন প্রতিনিধিদলের প্রশংসা আইপিএলে রেকর্ড গড়লেন ১৩ বছর বয়সী বৈভব সিলেটে ট্রাক ও বাসচাপায় নিহত ২ মানিকগঞ্জে প্রলোভন দেখিয়ে শাহাবাগে লোক নেয়ার মূলহোতা দবিরসহ আটক ৫ মধ্যাহ্নভোজের আগে ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট তুলে নিলো বাংলাদেশ

সকল