২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
আ র ব্য র জ নী থে কে

সিন্দাবাদের প্রথম সমুদ্রযাত্রা

-

(গত দিনের পর)
ভূমিকা : আরব দেশের রূপকথার জগতে এক দুঃসাহসী নাবিকের নাম সিন্দাবাদ। কাল্পনিক এই চরিত্র নাবিক সিন্দাবাদ, সিন্দনাদ বা সিনবাদ ইত্যাদি নামেও পরিচিত। আব্বাসীয় খলিফা হারুন অর রশিদের শাসনামলের প্রেক্ষাপটে রচিত আরব্য রজনীর গল্পে সিন্দাবাদকে বাগদাদের বাসিন্দা বলে বর্ণনা করা হয়। উপাখ্যানটিতে আব্বাসীয় খিলাফতের সময়কার আরব বিশ্বের সামাজিক পরিস্থিতি এবং আরবীয় বণিকদের সমুদ্রযাত্রার কথা উল্লেখ আছে। আফ্রিকা মহাদেশের পূর্বদিকে এবং এশিয়ার দক্ষিণের সমুদ্রে সিন্দাবাদ সাত সাতটি বার দুঃসাহসী ও রোমাঞ্চকর অভিযান চালান। সে সময় তিনি বিভিন্ন কাল্পনিক দুনিয়ায় ভ্রমণ করেন এবং অতিপ্রাকৃতিক নানান ঘটনার মুখোমুখি হন। যুদ্ধে, কৌশলে ও বুদ্ধিমত্তায় তিনি বহু দানবকে পরাজিত করেন। সিন্দাবাদের কাহিনীগুলো বাস্তবের সাথে সামঞ্জস্যপূর্ণ না থাকলেও এসব কাহিনীর মধ্যে শিক্ষণীয় অনেক কিছু আছে। আরো আছে তথ্যপ্রমাণ ও ইতিহাস। (চলবে)

 


আরো সংবাদ



premium cement