২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
জানা অজানা

কেশরাজ

-

ছোট্ট বন্ধুরা,
আজ জানবে কেশরাজ সম্পর্কে। তোমরা হয়তো জানো, এটি একটি ঔষধি গাছ। বাংলাদেশের বিভিন্ন এলাকায় কেশরাজ জন্মে। অনেকে এটি চাষ করে।
ওষুধ তৈরি করতে সম্পূর্ণ গাছই ব্যবহার করা হয়। এতে রয়েছে গুরুত্বপূর্ণ কার্যকরী উপাদান ইকলিপটিন।
কেশরাজ যকৃৎকে উদ্দীপ্ত করে, যার ফলে চুলপড়া বন্ধ হয়। এটি কৃমি নাশ ও জ্বর উপশম করে। পাকস্থলীর শক্তি বাড়ায়। এ ছাড়া এটি বায়ু দূর করে এবং পিত্ত নিঃসারক ও বিরেচক হিসেবে কাজ করে। কেশরাজের ইংরেজি কী? ঊপষরঢ়ঃধ। বড় হয়ে তোমরা এ গাছ সম্পর্কে আরো জানবে। আজকের কঠিন শব্দগুলো অবশ্যই বড়দের কাছে বুঝে নেবে, কেমন?


আরো সংবাদ



premium cement

সকল